570 Movie Plot

Synopsis

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর বিপথগামী একটি দল। যিনি এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগের আগমুহুর্তেও যিনি ছিলেন একজন রাষ্ট্রপতি। তাঁর লাশ ঘন্টার পর ঘন্টা সিড়িতে ফেলে রাখা হয়। কেননা বিশ্বাসঘাতক খুনিদের কাছ্যে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে ভীতিকর হয়ে দাঁড়ায় বঙ্গবন্ধুর লাশ। সেই লাশ কোথায় দাফন করা হবে তাঁর সিদ্ধান্ত নিতে প্রায় এক দিন এক রাত কেটে যায়। অবশেষে ১৬ আগস্ট ভোরে সিদ্ধান্ত হয়, ঢাকায় নয়, বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়া হবে তাঁর প্রিয় টুঙ্গিপাড়ায়। যেখানে আগে থেকেই ১৪৪ ধারা জারি করে জনশূন্য করে ফেলার চেষ্টা করা হয়।

একটি বিএএফ (বাংলাদেশ রাইফেলস) হেলিকপ্টারে করে অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর একটা দলকে বঙ্গবন্ধুর  লাশ বহন করে টুঙ্গিপাড়ায় রেখে আসার দায়িত্ব দেওয়া হয়। কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াই কফিনটি কোনমতে নামিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে আসার নির্দেশ দেওয়া হয় দখল হয়ে যাওয়া বঙ্গভবন থেকে। হেলিকপ্টারটি টুঙ্গিপাড়ায় অবতরন করলে অস্ত্রের মুখে একজন ইমাম মুসলিম রীতি অনুযায়ী বঙ্গবন্ধুর দাফন-কাফনের দাবি জানালে সেনাদলের প্রধান মাত্র ১০ মিনিট সময় দেন। তখন তারাতাড়ি করে কয়েকজন শ্রমিক যেই কফিনটা খুলেন, শুরু হয় বৃষ্টি। এ যেন প্রকৃতিরই কান্না।

একজন কাপড় কাচার কম দামি সাবান, যার নাম ৫৭০, জোগাড় করে আনেন দোকান থেকে। আরেকজন স্থানীয় রেডক্রিসেন্ট হাসপাতাল থেকে বঙ্গবন্ধুর দান করা রিলিফের শাড়ি নিয়ে এসে পাড় কেটে বানানো কাফন, মাঠের পাশের ডোবা থেকে পানি জোগাড় করে তাঁর গোসল সম্পন্ন করানো হয়। এওরপর সেই ইমামের নেতৃত্বে জানাজা পড়ানো হয়। অস্ত্রের মুখে উপস্থিত হতে দেওয়া হয় মাত্র কয়েকজন ব্যাক্তিকে। জানাজা শেষে বঙ্গবন্ধুর কবরে তিনবার সেলুট দিয়ে হেলিকপ্টারে ফিরে আসেন সেই সৈন্যদল। ফেরার আগে বাইগার নদীতে বঙ্গবন্ধুর রক্ত হেলিকপ্টার থেকে ধুয়ে ফেলে আসে তারা।

জানাযায় একজন বঙ্গবন্ধুর জন্য সারা জীবনের জন্য পাগল হয়ে যায়। তাঁর ছবি বুকে নিয়ে ঘুরতে থাকেন পথে পথে ……আর  বঙ্গবন্ধু বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে হয়ে উঠেন অমর। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। যাকে কয়েকটি বুলেট মুছে ফেলতে পারেনি বাংলাদেশ থেকিএ। কেননা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

Video & Photo

2 photos

Showtime

Write a comment

Your email address will not be published. Required fields are marked *